Alborigato
ওজোন হ্রাসের প্রভাব (Effects of Ozone Depletion) ওজোন স্তরটি সমস্ত জীবমণ্ডলকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। তাই ওজোন স্তরকে 'প্রাকৃতিক সৌর পর্দা' বলে অভিহিত করা হয়। কোনো কারণে ওজোন স্তর পাতলা হয়ে গেলে কিংবা ওজোন গহ্বর সৃষ্টি হলে অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলের স্তর ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। এর প্রভাবে সমগ্র জীবমণ্ডলই ক্ষতিগ্রস্ত হবে। 1. জলবায়ুর ওপর প্রভাব (Effects on Climate): (ক) বিশ্ব উন্নায়ন: স্ট্যাটোস্ফিয়ারে ওজোন স্তর ধ্বংস হলে অতিবেগুনি রশ্মি (UVB) সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এর ফলে পৃথিবীর নিম্নবায়ুমণ্ডলীয় স্তরটির (ট্রপোস্ফিয়ার) গড় উয়তা বৃদ্ধি পায় এবং বিশ্ব উন্নায়ন(Global Warming) ঘটে। এর প্রভাবে- (i) আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন- উন্নতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহের দিক ও গতিপ্রকৃতির পরিবর্তন হয়। (ii) মেরু অঞ্চল এবং উচ্চপার্বত্য অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি করবে এবং তার ফলে সমুদ্রতীরবর্তী নিম্নভূমিগুলি জলপ্লাবিত হয়ে পড়বে। (iii) বায়ুমণ্ডলের উন্নতা বৃদ্ধি পাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু ঘনীভবন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটা…

একটি মন্তব্য পোস্ট করুন