ভেক্টর ডেটা মডেলের অসুবিধা (Disadvantages of Vector Data Model)
Alborigato
ভেক্টর ডেটা মডেলের অসুবিধা (Disadvantages of Vector Data Model)
ভেক্টর ডেটা মডেলের অসুবিধা (Disadvantages of Vector Data Model) ভেক্টর তথা গঠনের অসুবিধাগুলি হল নিম্নরূপ- (i) ভেক্টর ডেটা গঠন খুবই জটিল প্রকৃতির। (ii) এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণ অপেক্ষাকৃত ব্যয়বহুল। (iii) নিয়মিত তথ্য যেমন উচ্চতা, গঠন প্রভৃতির ক্ষেত্রে এটি সুবিধাজনক নয়। (iv) ভেক্টর তথ্য গঠন করার জন্য যেসব গাণিতিক সূত্রাবলী ব্যবহার করা হয় তা খুবই কঠিন এবং জটিল। (v) ভেক্টর ডেটা গঠনে টপোলজি তৈরী করা খুব জটিল এবং এটিকে পুনঃবার তৈরী করতে হলে টপোলজিকে সংশোধন করতে হবে। (vi) Overlaying Filtering প্রভৃতির ক্ষেত্রে ভেক্টর তথ্য গঠন বিশেষ সুবিধাজনক নয়। (vii) স্থানিক পার্থক্য ভেক্টর ডেটা মডেলের ক্ষেত্রে ভালোভাবে প্রকাশ করা যায় না। ভেক্টর ও রাস্টার ডেটা মডেলের তুলনা (Comparison of Vector and Raster Data Format) ভেক্টর তথ্য ও রাস্টার তথ্য গঠনের মূল কতকগুলি পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলি হল- (i) ভেক্টর ডেটা গঠনে স্থানিক বস্তুগুলিকে বিন্দু, রেখা ও ক্ষেত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। রাস্টার ডেটা গঠনে স্থানিক বস্তুগুলিকে কোষের মাধ্যমে দেখানো হয়। (ii) ভেক্টর ডেটা গঠনে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে xy Co-ordinate হিসাবে ব…