অঞ্চলের উপচথাপন (Delineation of Region)

Alborigato
অঞ্চলের উপচথাপন (Delineation of Region) আঞ্চলিকীকরণের অন্যতম একটি বিশেষ কৌশল হল চিহ্নিত কোনও ভৌগোলিক পরিসরকে সঠিকভাবে উপস্থাপন। সাধারণত আঞ্চলিক সীমানা নির্ধারণের এই কৌশলটি 'Delineation' নামেও পরিচিত। এখানে 'Delineation' বলতে 'the action of indicating the exact position of a border or boundary অর্থাৎ, সীমান্ত বা সীমানার সঠিক অবস্থান নির্ধারণ করার প্রক্রিয়াকে বোঝনো হয়েছে। আপাতদৃষ্টিতে পৃথিবীর সমস্ত অঞ্চল এক একটি দৈশিক কাঠামোগত একক হলেও, এগুলি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে একটি অপরটির চেয়ে প্রায় অনেকাংশেই আলাদা। সাধারণত বাহ্যিক অঞ্চলগুলি যতটা সমধর্মী গুণসম্পন্ন, বিপরীতে ক্রিয়ামূলক অঞ্চলগুলি ঠিক ততটাই বৈচিত্র্যপূর্ণ। তাহলে এখন একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে, ভৌগোলিকগণ কীভাবে অঞ্চলগুলিকে চিহ্নিত করে থাকেন। আসলে এক্ষেত্রে কোনও বৃহত্তর ভৌগোলিক স্প্যানের পরিমিতি শনাক্তকরণে সেখানে বিদ্যমান বিভিন্ন দৈশিক একক (Spatial unit)-গুলিকে প্রামাণ্য ধরে বিশেষজ্ঞরা আঞ্চলিকীকরণের প্রচেষ্টা করে থাকেন। এখানে বিভিন্ন অঞ্চল চিহ্নিতকরণের সর্বজন স্বীকৃত কয়েকটি কৌশল উপস্থাপন করা হল। বাহ্যিক অঞ…

একটি মন্তব্য পোস্ট করুন