ভারতের আহ্ লিক বৈষম্যের সাম্প্রতিক অব্যথা (The current situation of regional desparities in India)

Alborigato
ভারতের আহ্ লিক বৈষম্যের সাম্প্রতিক অব্যথা (The current situation of regional desparities in India) বিগত দু'দশকে আমরা যদি ভারতের আঞ্চলিক বৈষম্যের বিভিন্ন পরিসংখ্যানগুলির দিকে তাকাই, বুঝতে পারব এখানকার বৈষম্য সাম্প্রতিককালে অতি দ্রুত এবং বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 2017 খ্রিস্টাব্দে ক্রেডিট সুইস সংস্কার প্রকাশিত 'Global Wealth Report'-এ দাবি করা হয়েছে, ভারতের সবচেয়ে সম্পদশালী পরিবারটিকে প্রথম খানে রেখে যদি অন্য পরিবারগুলিকে তাদের প্রাপ্ত সম্পদের ক্রমানুসারে সাজানো হয়, সেখানে দেখা যাবে, 2002- 2012 খ্রিস্টাব্দের মধ্যে দেশের প্রথম । শতাংশ পরিবারের মধ্যে প্রাপ্ত মোট সম্পদের পরিমাণ 15.7 শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে 25.7 শতাংশ, এবং বাকি 50 শতাংশ পরিবারের মধ্যে প্রাপ্ত সম্পদ প্রায় ৪.1 শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 4.2 শতাংশ। 2018-2019 খ্রিস্টাব্দে সম্পদ বণ্টনে ভারতের বৈষম্যের চেহারা আরও ভয়াবহ হয়েছে। OXFAM -এর সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী 1 শতাংশ পরিবারের কুক্ষিগত সম্পদ দেশের মোট সম্পদের পরিমাণ অর্ধেকেরও কিছু বেশি। ভারতীয় বিলিয়নেয়ারের মোট সংখ্যা বর্তমানে বেড়ে 140-এ দাঁড়…

একটি মন্তব্য পোস্ট করুন