ওজোন স্তর সংরক্ষণ (Conservation of Ozone Layer)
ওজোন স্তর সংরক্ষণ (Conservation of Ozone Layer) স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্রমাগত ধ্বংসের কারণে মানবজাতিসহ সমগ্র জীবমণ্ডলের ওপর যে কুপ্রভাব পড়বে, সেই বিষয়টি উপলব্ধি করে বিশ্বজুড়ে পরিবেশ বিজ্ঞানীরা সোচ্চার হয়ে ওঠেন। এর ফলে ওজোন স্তর। সংরক্ষণের জন্য আন্তর্জাতিক স্তরে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। এ ছাড়া স্থায়ীভাবেও ওজোন স্তর সংরক্ষণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। (ক) আন্তর্জাতিক স্তরে গৃহীত পদক্ষেপ: ওজোন স্তর সংরক্ষণের জন্য রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকটি সম্মেলন অনুষ্ঠিত হয়। (i) ভিয়েনা কনভেনশন (1985): অ্যান্টার্কটিকা অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রফলের চেয়েও বড়ো ওজোন গহ্বর আবিষ্কার হওয়ার ফলশ্রুতি হিসেবে, ওজোন ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার উদ্দেশে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1985 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রথম ওজোন সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ 197টি দেশ অংশগ্রহণ করে এবং ওজোন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে চুক্তিতে আবদ্ধ হয়। তবে এই চুপ্তিতে ক্লোরোফ্লুরোকার্বনের (CFC) ব্যবহারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কেবলমাত্র নিয়ন্ত্রিত ব্যব…