বাফারের শ্রেণিবিভাগ (Classification of Buffer)

Alborigato
বাফারের শ্রেণিবিভাগ (Classification of Buffer)
বাফারের শ্রেণিবিভাগ (Classification of Buffer) আমরা খুব সহজে বিভিন্ন কারণের উপর ভিত্তি করে বাফারের শ্রেণিবিভাগ করতে পারি। যথা- (1) পূণঃশ্রেণীবিভাজন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোন বস্তুর অবস্থানের ভিত্তিতে শ্রেণীবিভাগ (According Method of Reclassification Based on Position): Reclassification বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোন বস্তুর অবস্থানের ভিত্তিতে বাফারকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। (i) বিন্দু বাফার (Point Buffer): GIS ব্যবস্থার ক্ষেত্রে বিন্দু হল একটি মূল উপাদান যার উপর ভিত্তি করে হামরা অনেক বিষয় উপস্থাপন করতে পারি। বিন্দুযুক্ত বাফারের ক্ষেত্রে বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব সম্পন্ন একটি গোলাকার যাশ তৈরী করা হয় যা বিন্দু যুক্ত বাফার নামে পরিচিত। বিন্দুকে কেন্দ্র করে গোলাকার ক্ষেত্রের যে ব্যাসার্ধ্য তাকে বলে ফোর দূরত্ব। এই বাফার দূরত্ব ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী বাড়াতে বা কমাতে পারে। অনেকগুলো বিন্দুর ক্ষেত্রে বাফার তৈরী একসঙ্গে করতে গেলে তারা যদি পাশাপাশি অবস্থান করে তবে বাফার তৈরীর দূরত্ব অনুযায়ী একে অন্যের উপর বাফার দূরত্ব এসে পড়ে তখন প্রতিটি বিন্দু Attribute Table বা Look-up Tabl…

একটি মন্তব্য পোস্ট করুন