চিনদেশীয় জলবায়ু (China Type Climate)

Alborigato
চিনদেশীয় জলবায়ু (China Type Climate)
চিনদেশীয় জলবায়ু (China Type Climate) চৈনিক বা চিনদেশীয় জলবায়ু মূলত মহাদেশগুলির পূর্বভাগেই লক্ষ করা যায়। চৈনিক জলবায়ু গ্রীষ্মকালে উন্ন ও শীতকালে শুদ্ধ প্রকৃতির হয়। চিনদেশের একটি বড়ো অংশ এই জলবায়ু অঞ্চলটির অন্তর্গত হওয়ায় এই জলবায়ু চিনদেশীয় জলবায়ু নামে পরিচিত। ভৌগোলিক অবস্থান (Geographical Locationi) অক্ষাংশগত অবস্থান উভয় গোলার্ধে 20°-40° অক্ষাংশে এই জলবায়ু লক্ষ করা যায়। বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত এই জলবায়ুকে এটি উপবিভাগে ভাগ করা হয়। যথা- (1) শীতল নাতিশীরোয় জলবায়ু অঞ্চল, (11) মধ্য নাতিশীতোয় জলবায়ু অঞ্চল, (iii) উয় নাতিশীতোর জলবায়ু অঞ্চল, (iv) উপক্রান্তী। জলবায়ু অঞ্চল, (v) ক্রান্তীয় জলবায়ু অঞ্চল ও (vi) মালভূমি অঞ্চলের জলবায়ু অঞ্চল। • দেশীয় অব্যখ্যান (i) মরুভূমি ব্যতীত সমগ্র চীন (ii) U.S. A-এর দক্ষিণাংশ, উপসাগরীয় উপকূল (iii) উত্তর-পূর্ব আর্জেন্টিনা, দক্ষিন পূর্ব ব্রাজিলের অংশ, প্যারাগুয়ে উরুগুয়ে, (iv) দক্ষিণ জাপান (v) দক্ষিণ-পূর্ব আফ্রিকা এবা (vi) অস্ট্রেলিয়ার পূর্বাংশে দেখা যায়। • জলবায়ুর বৈশিষ্ট (Chara teristics of the Climates) 1. উন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য :এখানে গ্রীষ্মকাল উয় ও আর্দ্র …

একটি মন্তব্য পোস্ট করুন