ভারতে আঞ্চলিক পরিকল্পনার চ্যালেঞ্জসমূহ(Challenges of Regional planning in India)

Alborigato
ভারতে আঞ্চলিক পরিকল্পনার চ্যালেঞ্জসমূহ (Challenges of Regional planning in India) পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনাগুলিকে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুশীলন করে এসেছে। বিগত ছয় দশকেরও বেশি সময় জুড়ে এদেশের বহুমুখী সমস্যাগুলিকে কাটিয়ে তুলতে এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে ভারতকে উন্নয়নের চালকের আসনে বসাতে গিয়ে পরিকল্পনাকেন্দ্রিক নাগরিক প্রত্যাশ্যাগুলি ভবিষ্যতের জন্য সত্যিই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের চ্যালেঞ্জের মূল কারণ হল- বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে অর্থাৎ 2000 খ্রিস্টাব্দের মধ্যে এদেশের ক্রমবর্ধিত সব প্রায় 150 ছাড়িয়ে যাবে। • এখনো পর্যন্ত এদেশের প্রায় ৪০.৪ কোটি মানুষ (প্রায় ৪ শতাংশ) দারিদ্রসীমার নিচে বসবাস ветви "об poverty clock-2021' অনুসারে)। • এদেশের মাত্র 2.4% জমিতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৪% মানুষ বসবাস করছে। ফলে, সোলার ক্রমবর্ধিত জনসংখ্যার নিরিখে মাথাপিছু জমির পরিমাণও দিন দিন কমছে। • জীবাশ্ম জ্বালানি, খনিজ সম্পদ বা জৈব সম্পদের সীমাবদ্ধতা সমগ্র দেশকে মারাত্মকরাত্রে গ্রাস করে চলেছে। • ভারতের গ্রামাঞ্চলগুলিতে …

একটি মন্তব্য পোস্ট করুন