জলবায়ু পরিবর্তনের কারণসমূহ (Causes of change of climate)

Alborigato
জলবায়ু পরিবর্তনের কারণসমূহ (Causes of change of climate)
জলবায়ু পরিবর্তনের কারণসমূহ (Causes of change of climate) দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণসমূহ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি স্বল্পমেয়াদি জলবায়ুর পরিবর্তনেও মানুষের ভূমিকা কম নয়। তাই জলবায়ু পরিবর্তনের কারণসমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা- প্রাকৃতিক কারণ ও মনুষ্যসৃষ্ট কারণ। A. প্রাকৃতিক কারণ (Natural Causes): প্রাকৃতিক কারণসমূহকে আবার তাদের উৎস অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। যথা (1) মহাজাগতিক কারণ ও (2) পার্থিব কারণ। 1. মহাজাগতিক কারণসমূহ (Cosmic causes): (i) পৃথিবীর অক্ষের কৌণিক মানের পরিবর্তন (Angular change of the axis of earth): পৃথিবীর অক্ষটি একটি উল্লম্ব কাল্পনিক রেখার সাপেক্ষে একটি নির্দিষ্ট কোণে হেলে অবস্থান করে। বর্তমানে পৃথিবীর অক্ষটি 23°26′54.9" কোণে হেলে অবস্থান করছে। তবে এই অক্ষটি সর্বকালে একই কৌণিক মানে হেলে থাকে না। এই অক্ষটি সুদীর্ঘ 41,000 বছরের ব্যবধানে 22° থেকে 25° পর্যন্ত কৌণিক মানের পরিবর্তন ঘটিয়েছে। পৃথিবীর অক্ষটির কৌণিক মান যখন 22°-এ পৌঁছায় তখন পৃথিবীর শীত ও গ্রীষ্মের তীব্রতা কম হয়। অপরদিকে, অক্ষটির কৌণিক মান সর্বাধিক হলে শীত ও গ…

একটি মন্তব্য পোস্ট করুন