ভগ্ন বিন্দু বিশ্লেষণ পদ্ধতি (Breaking Point analysis Method)
Alborigato
ভগ্ন বিন্দু বিশ্লেষণ পদ্ধতি (Breaking Point analysis Method)
ভগ্ন বিন্দু বিশ্লেষণ পদ্ধতি (Breaking Point analysis Method) 1931 খ্রিস্টাব্দে W.J. Reilly ভগ্ন বিন্দু বিশ্লেষণ পদ্ধতিটিকে Retail Gravitational Law-এর ওপর ভিত্তি করে সর্বপ্রথম উল্লেখ করেছিলেন, যেখানে তিনি দুটি শহরাঞ্চলের বাণিজ্যভিত্তিক অর্থনৈতিক সংযোগকে কাজে লাগিয়ে সীমানা অঞ্চল নির্ধারণ করতে সমর্থ হন। কোনও বৃহৎ শহরাঞ্চলের বাণিজ্যিক আকর্ষণ ক্ষমতা কীভাবে তার পার্শ্ববর্তী গ্রাহক অঞ্চলগুলিকে আকৃষ্ট করবে তার সুস্পষ্ট ধারণার ভিত্তিতে Reilly যে সমীকরণটিকে প্রয়োগ করেছিলেন তা হল নিম্নরূপ। ((Ba)/(Bb)) = ((Pa)/(Pb)) * ((Db)/(Da)) ^ 2 এখানে, শহর থেকে বাণিজ্যের আনুপাতিক সংস্থান। Bb = b শহরের আকর্ষণে কোনও মধ্যবর্তী শহর থেকে বাণিজ্যের আনুপাতিক সংস্থান। Pa = a শহরের জনসংখ্যা। Pb = b শহরের জনসংখ্যা। Da = মধ্যবর্তী শহর থেকে এ শহরের দূরত্ব। Db = মধ্যবর্তী শহর থেকে ৮ শহরের দূরত্ব। অবশ্য, 1949 খ্রিস্টাব্দে এই সূত্রের পরিবর্তে P. D. Converse পরিমার্জিতভাবে আরেকটি সূত্রের অবতারণা করেন, যেখানে দুটি পার্শ্বস্থ শহরের মধ্যবর্তী ঠিক কোন অংশ থেকে গ্রাহকরা বাণিজ্যকেন্দ্রের অভিমুখে গমনাগমন করেন তা সহজেই চিহ্নিত করা হয়েছে। প…