আঞ্চলিক পরিকল্পনা ও উন্নয়ন
আঞ্চলিক পরিকল্পনা ও উন্নয়ন ধারণা (Concept): উন্নয়ন হল এমন একটি চলমান প্রক্রিয়া, যেটি সময় ও অবস্থার প্রেক্ষিতে সর্বদা নতুন নতুন রূপ পরিগ্রহ করে। সমাজবিজ্ঞানে, উন্নয়নকে সুসভা সমাজ গঠন, অর্থনৈতিক সমৃদ্ধি, সংস্কৃতির প্রসার এবং পরিবেশগত বিভিন্ন গুণমান রক্ষার ধারক ও বাহক রূপে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত, উন্নয়নে বিদ্যমান প্রতিটি অবস্থা বা উপাদান প্রতিটি দেশে এমন কিছু কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটায়, যার ফলাফলগুলি বহুমুখী মাত্রায় পরিব্যাপ্ত থাকে (desirable change of existing situation encompassing multidimensions)। তবে, এক্ষেত্রে মনে রাখা দরকার, সমস্ত ধরনের পরিবর্তন মানেই উন্নয়ন নয়। বরং সেই পরিবর্তনটি ইতিবাচক বা কাঙ্ক্ষিত হলেই তাকে উন্নয়ন বলে গণ্য করা যেতে পারে। উন্নয়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, 'While elaborating on the meaning of development suggests that what is development and what is not, it should be a universally acceptable aim of development while there can be value judgements make for conditions that lead to a realisation of the potentials of human personality," অর্থাৎ-উন্নায়ন …