প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা ধারনা
প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা ধারনা উন্নয়নের বৈশ্বিক লক্ষ্যমাত্রায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার হিসেবে জাতিসংঘের সহস্রাব্দ অধিবেশনে 2000 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে 189 টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতৃবৃন্দ মিলে যে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি গ্রহণ বারছিল, সেটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals-MDGs) নামে পরিচিত। প্রথম থেকেই 'MDGs"-কে আন্তর্জাতিক স্তরে সর্বসম্মত উন্নয়নের একটি নির্ভরযোগ্য কর্মপন্থা হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি ছিল জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা গৃহীত উন্নয়ন বিষয়ক প্রথম সর্বসম্মত একটি পেরেখা। লক্ষ্যটি যে শুধুমাত্র সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্যই তা নয়, বরং নির্দিষ্ট সময়ের মধ্যে (ধার্য সময়কাল 2015 খ্রিঃ) অর্জনযোগ্যও বটে। • বিশেষত্ব (Speciality): ।।। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রার স্বীকৃত প্রতিটি কর্মপন্থা মানবাধিকার নীতি-আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটি আন্তর্জাতিক মানবাধিকার সনদের 2, 22, 25(1) ও 28 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে গভীরভাবে সম্পর্কযুক্ত। সহস্রাব্দ উন্নয়ন ঘোষণায় সমতা, সংহতি, সহনশীলতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা …