এল. ডি. স্টাম্প-কৃত আঞ্চলিক বিভাজিতকর
এল. ডি. স্টাম্প-কৃত আঞ্চলিক বিভাজিতকর 1922 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ অধ্যাপক লরেন্স ডাডলি স্টাম্প (L. D. Stamp) ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য এবং ভূ-তাত্ত্বিক গঠনের ওপর ভিত্তি করে সমগ্র ভারতকে তিনটি বৃহদাঞ্চলে প্রদর্শন করেন। স্টাম্প-কৃত ভারতের আঞ্চলিক পরিসরগত বিভাজনটি হল নিম্নরূপ- পরবর্তীকালে স্টাম্প এই প্রচেষ্টার কিছুটা সংস্করণ ঘটাতে ভারতের জলবায়ু অঞ্চল নির্ধারণের ওপর মনোনিদে ভারতের 11টি জলবায়ু অঞ্চলকে যথাযথভাবে চিহ্নিত স্টাম্প যে তিনটি নির্ধারকের সাহায্য নিয়েছিলেন, সেগুলি হল-উন্নতা, বৃষ্টিপাত ও ভূপ্রকৃতি। এক্ষেত্রে, স্টাম্প মূলত দুটি পদক্ষেপে ভারতের জলবায়ু অঞ্চলগুলিকে বিভাজন করেন। যেমন- * প্রথম পদক্ষেপ (First step): প্রথমে স্টাম্প কর্কটক্রান্তিরেখার পাশাপাশি 18° ডিগ্রি সেন্টিগ্রেড সমোয় রেখাকে প্রাধান্য দিয়ে সমগ্র ভারতকে দুটি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন, যথা-উত্তর ভারতের উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল এবং দক্ষিণ ভারতের ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। • দ্বিতীয় পদক্ষেপ (Second step): দ্বিতীয় পদক্ষেপে স্টাম্প ভারতের অঞ্চলভিত্তিক বৃষ্টিপাত এবং স্থানীয় ভূপ্রকৃতির তারতম্যের ওপর ভিত্তি …