আরোপিত তথ্য (Attribute Data)
আরোপিত তথ্য (Attribute Data) GIS-এ সাধারণত কোন Spatial Data এর বৈশিষ্ট্যকে তুলে ধরতে Attribute Data ব্যবহার করা হয়। এই Attribute Data Non-Spatial Data নামেও পরিচিত কারণ Attribute Data নিজে নিজেই Spatial Data আড়া কোন স্থানের তথ্যকে প্রকাশ করতে পারে না। এই প্রকার তথ্যের দ্বারা কেবলমাত্র কোন Spatial Data-এর বৈশিষ্ট্যকে প্রকাশ করা যায়। এই প্রকার Dats গুণগত বা সংখ্যাগত দুই প্রকারেরই হতে পারে। তাই এই প্রকার Data-কে কখনো কথনো Tabular Data হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। আরোপিত তথ্যাবলীর প্রকারভেদ (Types of Attribute Data) Attribute Data কে বিভিন্নভাবে ভাগ করা যায়। যথা- (1) দৈনন্দিন জীবনে GIS ব্যবহার কালে Attribute Data কে নিম্নলিখিত ভাবে ভাগ করা যায়। i) Character/String: কোনো তথ্যের নাম বোঝাতে ব্যবহৃত হয়। ii) Integer: GIS এর তথ্যে পূর্ণ সংখ্যা ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। যেমন- 2 iii) Floating Point: পৃথিবীর কোন বস্তুর সঠিক সংখ্যা ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। যেমন-2.5 (2) Attribute Data -এর বিভিন্ন প্রকারের মধ্যে পরিমাপযোগ্য স্কেলের উপর ভিত্তি করে Attribute Data-তে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। Types …