পরিকল্পনা ক্ষেত্রের প্রকৃতি অনুসারে (According to the nature of the planning field)

Alborigato
পরিকল্পনা ক্ষেত্রের প্রকৃতি অনুসারে (According to the nature of the planning field)
পরিকল্পনা ক্ষেত্রের প্রকৃতি অনুসারে (According to the nature of the planning field) 1. পৌর পরিকল্পনা (Urban Planning): কোনও শহর বা নগরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাত্রা, শহর বা নগর ভিত্তিক কাঠামোশৈলী, ভূমিব্যবহার এরং তৎসংলগ্ন পরিবেশ-পরিস্থিতির নিরিখে যে ধরনের আঞ্চলিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে, সেটি পৌর পরিকল্পনা নামে পরিচিত। • লক্ষ্য (Vision): (i) শহর বা নগরকেন্দ্রিক পরিসরে সুষ্ঠু ভূমি ব্যবহার প্রণালী গড়ে তোলা। (ii) স্থানীয় বস্তি এলাকাগুলির পুনর্গঠন ও উন্নয়ন। (iii) বিভিন্ন শিল্প-পরিসেবাভিত্তিক কর্মধারার সম্প্রসারণ ও মানোন্নয়ন। (iv) পৌর এলাকার নান্দনিক এবং পরিবেশগত সৌন্দর্যায়ন বৃদ্ধি ঘটানো প্রভৃতি। বিশেষত্ব (Speciality): (i) মানবসভ্যতায় উৎকর্ষতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল পৌর পরিকল্পনা। (ii) এই ধরনের পরিকল্পনায় মানুষের সর্বোত্তম জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি, মূলধনের সর্বাধিক প্রয়োগ ঘটে। (iii) পৌর পরিকল্পনার উদ্দেশ্য এবং বৈচিত্রা সবচেয়ে বেশি যুগোপযোগী হয়ে থাকে। • দৃষ্টান্ত : এই জাতীয় কোনও নগর বা শহরাঞ্চলের পয়ঃপ্রণালী, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ সহ একাধিক ব্যবস্থাপনার পুনর্নবীকরণ এবং পুনঃস্থাপ…

একটি মন্তব্য পোস্ট করুন