পৌর সমাগম অথবা পৌর পিণ্ডীভবন (Urban agglomeration):
Alborigato
পৌর সমাগম অথবা পৌর পিণ্ডীভবন (Urban agglomeration):
পৌর সমাগম অথবা পৌর পিণ্ডীভবন (Urban agglomeration): অতি নগরায়ণের দাপটে কোনো নগর বা মহানগরগুলির অবিচ্ছিন্ন সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া হল পৌর সমাগম বা লৌর পিন্ডীভবন। অধিকাংশ ভৌগোলিক এই প্রক্রিয়াটিকে নগরীকরণের বহিমুখী বুন্দি (Out Growth) প্রবণতারূপেও উপস্থাপন করে থাকেন। সাধারণত, আধুনিক নগরায়িত কোনও ক্ষেত্রে নতুন বসতি গঠন তথা, জনকেন্দ্রীভবনের একটি জটিল, ক্রমবর্ধনশীল এবং আন্তঃসংযোগী ধারাবাহিক প্রক্রিয়া হল পৌর সমাগম। এটি মূল নগরের এমন একটি বর্ধিত এবং সংলগ্ন "Buid-up" এলাকা, যেটি আশেপাশের সংলগ্ন শহর গুলিকেও নিজস্ব পরিসরে অন্তর্ভুক্ত করে সামগ্রিক একটি পৌরাঝলে উপনীত হয়। • ধারণা (Concept)। পৌর সমাগমের ধারণাটিকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, যেমন- • M. Babayev-এর মাতে the concept of urban agglomeration" means a compact cluster of settlements, which is based on a certain city, united into a single whole by intensive economic labour, cultural and recreational ties' অর্থাৎ, "পৌর সমষ্টি", এই ধারণাটি একটি নির্দিষ্ট নগরের। উপর ভিত্তি করে গড়ে ওঠা সংঘবন্ধ বসতিগুচ্ছ…