পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প ও পর্যটন স্থানসমূহ (Tourism Industry and Tourist Places of West Bengal)
Alborigato
পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প ও পর্যটন স্থানসমূহ (Tourism Industry and Tourist Places of West Bengal)
পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প ও পর্যটন স্থানসমূহ (Tourism Industry and Tourist Places of West Bengal) পশ্চিমবঙ্গের উত্তরে গরিমাময় হিমালয় পর্বত এবং দক্ষিণে সমুদ্রপোকূল পর্যন্ত ছড়িয়ে রয়েছে বহুবিশিষ্ট ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রসমূহ। হিমালয়ের কোলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, লাভা, লোলেগাঁও প্রভৃতি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। হিমালয়ের পাদদেশে ডুয়ার্স ও তরাই-এর বনভূমিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। দক্ষিণে দিঘা, শংকরপুর, মন্দারমণি, বকখালি প্রভৃতি সাগরবেলা এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পর্যটকদের আকৃষ্ট করে। পশ্চিমদিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, বিষ্ণুপুরের টেরাকোটার ভাস্কর্য সমন্বিত মন্দির দর্শনের জন্য অনেক দর্শনার্থীর আগমন ঘটে। মুরশিদাবাদে ঐতিহাসিক স্থানগুলিও পর্যটকদের আকৃষ্ট করে। ধর্মীয় পর্যটনে কেন্দ্রগুলির মধ্যে রয়েছে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কালিঘাট, তারকেশ্বর, তারাপীঠ প্রভৃতি। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পে উন্নয়নের জন্য উক্ত বিভিন্ন স্থানসমূহে পর্যটক আবাস, যাতায়াতে সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। কলকাতা: পশ্চিমবলোর রাজধানী কলকাতাও দেশবিদেশের পর্যটন কেন্…