ভূ-গাঠনিক ও স্তরায়ণতাত্ত্বিক বিন্যাস এবং ভূ-প্রাকৃতিক বিভাগ, নদ-নদী(Tectonic and Stratigraphie Provinces and Physiographic Divisions, Drainage System)
Alborigato
ভূ-গাঠনিক ও স্তরায়ণতাত্ত্বিক বিন্যাস এবং ভূ-প্রাকৃতিক বিভাগ, নদ-নদী(Tectonic and Stratigraphie Provinces and Physiographic Divisions, Drainage System)
ভূ-গাঠনিক ও স্তরায়ণতাত্ত্বিক বিন্যাস এবং ভূ-প্রাকৃতিক বিভাগ, নদ-নদী(Tectonic and Stratigraphie Provinces and Physiographic Divisions, Drainage System) ভূ-গাঠনিক ও স্তরায়ণতাত্ত্বিক বিন্যাস : ভূ-তাত্ত্বিক বিচারে ভারতীয় ভূখণ্ড হল একটি 'ক্র্যাটন' (Craton)। 'ক্র্যাটন' বলতে মহাদেশ-এর একটি সুস্থিত অংশকে বোঝায়, যার অতীত সেই সুদূর প্রিক্রান্তিয়ান যুগে (৫৪ কোটি বছরেরও আগে) বিস্তৃত এবং যুগ যুগ ধরে অবিকৃত থেকে গেছে। ভারতীয় ক্ল্যাটন প্রাচীন অখন্ড অতিকায় মহাদেশ প্যাক্তিয়ার একটি অংশ যা ভূ-ত্বকে একটি স্বতন্ত্র শিলাপাত হিসেবে রয়েছে। প্রায় ৯ কোটি বছর আগে ভারতীয় পাত মাদাগাস্কার থেকে পৃথক হয়ে নিরক্ষরেখা অভিমুখে অগ্রসর কালে ইউরেশীয় পাতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর ফলে টেথিস সাগরের বিলুপ্তি ও কালক্রমে আল্পস্-হিমালয় পর্বতশ্রেণির উত্থান সংঘটিত হয়েছে। ভূ-গাঠনিক ও স্তরায়নতত্ত্ব আলোচনার জন্য ভারতবর্ষকে বিভিন্ন ভূ-তাত্ত্বিক যুগের নিরীখে পর্যালোচনা করতে হবে। এগুলি হল- ১. আর্কিয়ান যুগ, ২. প্রোটেরোজোয়িক যুগ, ৩. প্যালিওজোয়িক যুগ, ৪. মেসোজোয়িক যুগ, ৫. সেনোজোয়িক যুগ। (তথ্যসূত্রঃ জিওলজিক্যাল ফরমেশন অফ ই…