বসতি[Settlement]

Alborigato
বসতি[Settlement] ভূমিকা (Introduction): মানুষ সমাজবদ্ধ জীব। তাই সামাজিক ভাবেই মানুষ সুপ্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত বিভিন্ন স্থানে সবাস করতে গিয়ে বসতির উৎপত্তি ঘটিয়েছেন। সামাজিক ও মানবীয় ভূগোলের অন্যতম একটি ক্ষেত্র হল 'বসতি ভূগোল' (Settlement Geography) প্রাচীন অরণ্যভূমি থেকে শুরু করে বর্তমানের নগর সভ্যতার বিবর্তন ও বিকাশ কীভাবে ঘটেছে তা গ্রলোচনা করাই বসতি ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য। সংজ্ঞা (Definition): The branch of Geography dealing with the study of settlements is known as Settlement Grography.' অর্থাৎ, ভূগোলের যে শাখায় জনবসতি, বাসস্থান বা বসতি নিয়ে আলোচনা করা হয় তাই বসতি ভূগোলের অন্তর্গত। উদ্দেশ্য ও বিষয়বস্তু (Scope and Content): মানুষের বেঁচে থাকার জন্য তিনটি বিষয় একান্ত প্রয়োজন। এগুলি হল অন্ন, বস্ত্র ও বাসস্থান। সামাজিক ভূগোলের অংশ হিসেবে বসতি (Settlement) ভূগোল তাই বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ভূপৃষ্ঠের কোনো স্থানে, কীভাবে বসতির উদ্ভব ঘটে, কীভাবে তার বিবর্তন ঘটে তা আলোচনা করা ও সম্যক জানার জন্য বসতি ভূগোল পাঠ করা একান্ত জরুরি। বসতি ভুগোলের কেন…

একটি মন্তব্য পোস্ট করুন