গ্রাম-শহর সীমান্ত এলাকা বা শহরতলি (Rural-Urban Fringe):

Alborigato
গ্রাম-শহর সীমান্ত এলাকা বা শহরতলি (Rural-Urban Fringe): গ্রাম-শহর সীমান্ত এলাকা বলতে গ্রাম কিংবা শহরের বাইরের সীমানাকে বোঝানো হয়। গ্রাম এবং তারের এই সীমান্তে গ্রামীণ এবং শহুরে ভূমিব্যবহারের মধ্যে আন্তঃসম্পর্ক লক্ষ করা যায়। 1968 খ্রিস্টাব্দে 1. Pryor আম-শহর উপকণ্ঠ এলাকার ধারণা দেন। তিনি বলেন, "It is a zone of transititon between continuously built up urban and suburban areas of the central city and the rural hinterland." এবাং, এটি হল ধারাবাহিকভাবে গঠিত শহর এবং শহরের উপকণ্ঠের সীমান্ত অঞ্চল যা প্রধান নগরকেন্দ্রের শ্চাদভূমিরূপে বিবেচিত হয়। Blizzard এবং Anderson-এর মতে, "the rural-urban fringe is that area of mixed urban rural landuse between the point where full city services to be available and the somt where agricultural landuse predominate." ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে গ্রাম-শহর সীমান্ত এলাকার সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে- "গ্রাম-শহর সীমান্ত এলাকা হল এমন একটি অঞ্চল যেখানে মিশ্র গ্রাম ও শহুরে লোকের বসবাস আছে এবং যেখানে কৃষিজমির ব্যবহার শেষ হয় এবং শহরের শুরু হয়। এই অঞ্চল থেক…

একটি মন্তব্য পোস্ট করুন