গ্রামীণ বসতি (Rural Settlement)

Alborigato
গ্রামীণ বসতি (Rural Settlement) ভূমিকা (Introduction): ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক অবস্থার ওপর ভিত্তি করে গ্রামীণ বসতি গড়ে ওঠে। ট্রেন জনবসতিতে বেশির ভাগ লোক প্রাথমিক কাজে (কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি) এর থাকেন। গ্রামীণ বসতির আয়তন আমরা লোকসংখ্যা এবং গ্রামের এলাকার নিরিখে নির্ণয় করি। সমতল ও উর্বর মৃত্তিকাযুক্ত কৃষিসমৃদ্ধ অঞ্চলে বসতির আকার তুলনামূলক ভাবে বড়ো হয় এবং জনবসতিও এশ ঘন হয়ে থাকে। যেমন- চিনের বড়ো গ্রামগুলিতে কয়েক হাজার লোক বসবাস করে। আবার অনুর্বর গুনুন্নত অঞ্চলে গ্রামীণ বসতি ক্ষুদ্রাকৃতির হয়। যেমন- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া প্রতি জেলায় অনুর্বর মৃত্তিকার জন্য অনেক ছোটো ছোটো গ্রাম গড়ে উঠেছে। গ্রামীণ বসতির সংজ্ঞা (Definition of Rural Settlement) : গ্রামীণ ও পৌর বসতির মধ্যে সীমারেখা নির্ধারণ করা খুবই কঠিন কাজ। কেবল জনসংখ্যা ও আয়তনের এরিপ্রেক্ষিতে গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ করা সম্ভব নয়। সুতরাং, নির্দিষ্ট একটি সংজ্ঞা দ্বারা গ্রামীণ জতি সম্পর্কে ধারণা দেওয়া খুবই অসুবিধাজনক। ভারতে সরকারিভাবে 'মৌজা' (Mouza)-কে গ্রামের সমার্থক গ্রা…

একটি মন্তব্য পোস্ট করুন