গ্রামীণ বসতির গৃহবিন্যাস ভারতের উদাহরণ(Rural House types with special reference to India)

Alborigato
গ্রামীণ বসতির গৃহবিন্যাস ভারতের উদাহরণ(Rural House types with special reference to India) ভারতের যে-কোনো অঞ্চলের গ্রামীণ বসতির গৃহবিন্যাসে সেই স্থানের পরিবেশ, মানুষের সাস্কৃতি, সামাজিক পরিস্থিতি প্রভৃতির প্রভাব লক্ষ করা যায়। গৃহসজ্জা, গৃহের আকৃতি, গৃহের দেওয়াল ও হানের গঠন, গৃহের চারপাশে জায়গার ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে চিরাচরিত এবং বংশানুক্রমিক ধারার সঙ্গেঙ্গ সঙ্গে আধুনিকতার ছোঁয়াও লক্ষনীয়। তবে এখনও উপজাতি সম্প্রদায়ের অধিবাসীদের মধ্যে সেই প্রাচীন চিরাচবিং ও প্রথায় ঘরবাড়ি নির্মাণের কাজ আমরা দেখতে পাই। উত্তর, দক্ষিন, উত্তর-পূর্ব কিংবা পশ্চিম ভারতের গ্রামীন গৃহবিন্যাস এক-এক ধরনের হয়ে থাকে। ভূমি নক্সা (Ground Plan): গ্রামীণ বসতির খরগলির ভূমি নকশা (Ground Plan) লক্ষ করলে দেখা যায় যে, মানুরে বাস করাদ জন্য ন্যূনতম স্থান রাখা হয়। অধিবাসীর অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে ঘরের জায়গা, রান্না ওঠে এবং চারপাশে জায়গা ছেড়ে রাখা হয়। গ্রামাঞ্চলে সাধারণত জমির মাঝখানে ঘর তৈরি করা হয়। সামনে এতে বসা ও পিছনে বেশ ফাঁকা জায়গা রাখা হয়। ঘর যদি জমির একেবারে একবারে তৈরি হয়, তাহলে বাকি দিক বেড়া দিয়ে বাড়িকে ঘিরে দেওয়া…

একটি মন্তব্য পোস্ট করুন