ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামীণ গৃহের প্রকারভেদ (Rural House types in different states of India):

Alborigato
ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামীণ গৃহের প্রকারভেদ (Rural House types in different states of India): ভারতের বিভিন্ন জল-আবহাওয়া ও ভূপ্রাকৃতিক অঞ্চলে গ্রামীণ গৃহ নির্মাণ বিভিন্ন ধরনের হয়। এ জন্য বিভিন্ন রাজ্যে শুষ নির্মাণের নকশা কিংবা আকৃতি একই রকম হয় না। 1. পশ্চিমবঙ্গ (West Bengal): পশ্চিমবাল্যের গ্রামীণ বসতির বাড়িগুলির সাধারণত চারটি কুঁড়েঘর(Hut) থাকে। উঠানের প্রায় মাঝখানে বাড়ি তৈরি করা হয়। বাড়ির বাইরে গবাদি পশুর থাকার জন্য পৃথক ঘর বা গোয়ালঘর রাখা হয়। দুটি ঘর পুরুষ ও মহিলাদের বসবাসের জন্য। একটি রান্নাঘর এবং অতিথিদের আপ্যায়নের জন্য একটি ঘর 'বৈঠকখানা' হিসেবে ব্যবহৃত হয়। বাড়ির দেওয়াল সাধারণত মাটি কিংবা কাঁচা ইট দ্বারা তৈরি হয়। অনেকক্ষেত্রে দেওয়াল বাঁশ ও কব্বির সঙ্গে কাদা মিশিয়ে তৈরি করা হয়। ঘরের ছাদ টালি কিংবা অ্যাসবেস্টস দ্বারা ছাওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে খড় কিংবা পাতা ঘরের ছাদ ঢাকার কাজে ব্যবহৃত হয়। কিছু মাটির দোতলা ঘরও দেখা যায়। 2. বিহার (Bihar): বিহারের গ্রামাঞ্চলে কৃষক সম্প্রদায় মাটির দেওয়ালযুক্ত কুঁড়েঘর নির্মাণ করে। কাদার সঙ্গে বিভিন্ন পদার্থ মিশিয়ে দেওয়ালকে আরও শক্ত করে তোলে। ছাদ …

একটি মন্তব্য পোস্ট করুন