গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতি (Rural Compact Settlement):

Alborigato
গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতি (Rural Compact Settlement): নির্দিষ্ট অঞ্চলে বাসগৃহের একত্র সমাবেশ ঘটলে গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। পৃথিবীর বেশির ভাগ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করেন। বেশির ভাগ মানুষই প্রাথমিক অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত। যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনীতি সমৃদ্ধ হলে গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতির উদ্ভব ঘটে। গোষ্ঠীবদ্ধ বসতি বিভিন্ন ধরনের হয় এবং বিভিন্ন কারণে এই জাতীয় বসতির উদ্ভব ঘটে। (i) প্রাকৃতিক কারণ (Physical Factors): নিম্নলিখিত প্রাকৃতিক কারণগুলির জন্য গ্রামীণ গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। (a) অবস্থান (Location): গ্রামীণ বসতির বিন্যাস অবস্থানের ওপর নির্ভর করে। যেমন পার্বত্য অঞ্চলে খাড়া ঢালযুক্ত পর্বতের উপত্যকায় গোষ্ঠীবন্ধ জনবসতি গড়ে ওঠে। ফ্রান্স, সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য অঞ্চলে এধরনের বসতি গড়ে উঠেছে। আবার দ্বীপপুঞ্জে কিংবা পাহাড়ের শীর্ষদেশে বর্গাকার, গোলাকার গোষ্ঠীবন্ধ বসতি গড়ে ওঠে। যেমন-ইটালির পার্বত্য অঞ্চলের গ্রামীণ বসতি, উয় মরু অঞ্চলের মরুদ্যানের নিকট পানীয় জল ও কৃষিকাজের জন্য সেখানে ঘন জনবসতি গড়ে উঠেছে। (b) ভূপ্রকৃতি ও মৃত্তিকা (Physiography and Soil): ভূপ্রকৃতি যদি সমতল হয় এব…

একটি মন্তব্য পোস্ট করুন