ভারতের নদ-নদী(Rivers of India)

Alborigato
ভারতের নদ-নদী(Rivers of India) ভারতের নদ-নদীগুলিকে প্রধানতঃ দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। যথাঃ (১) হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন নদ-নদী যা উত্তর ভারতের নদ-নদী রূপে পরিচিত এবং (২) উপদ্বীপ অঞ্চলের বা দক্ষিণ ভারতের নদ-নদী। উত্তর ভারতের নদ-নদী: এই অঞ্চলের নদীগুলির মধ্যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই তিনটি নদীই প্রধান। সিন্দু (২,৯০০ কি. মি.): সিন্ধুনদ তিব্বতের মানস সরোবর হ্রদের ১০০ কি. মি. উত্তরে কতকগুলি প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে তিব্বত অতিক্রম করে ভারতের কাশ্মীরে প্রবেশ করেছে। কাশ্মীরে সিন্ধু দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে দীর্ঘ পথ প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং অবশেষে দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। ভারতে সিন্ধুর মোট দৈর্ঘ্য ৭০৯ কি. মি.। সিন্ধুর উপনদীগুলির মধ্যে ঝিলাম, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও শতদ্রু এই পাঁচটি নদী বিশেষ উল্লেখযোগ্য। এই পঞ্চনদের সবগুলিই পশ্চিম হিমালয় থেকে উৎপন্ন হয়ে কিছুটা পথ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্দুর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য উপনদী শতদ্রু। পার্বত্য অংশে শতদ্রুর উপত্যকা অতি সংকীর্ণ ও গভীর। শতদ্রু নদীতে ভাকরা-নাঙ্গাল প্রকল্প রূপায়ি…

একটি মন্তব্য পোস্ট করুন