ভূ-প্রকৃতি ও ভূ-তত্ত্ব (Relief and Geology)

Alborigato
ভূ-প্রকৃতি ও ভূ-তত্ত্ব (Relief and Geology)
ভূ-প্রকৃতি ও ভূ-তত্ত্ব (Relief and Geology)  পশ্চিমে মধ্য হিমালয় বা নেপাল হিমালয় ও পূর্বে ভুটান হিমালয়ের মধ্যবর্তী অংশে দার্জিলিং হিমালয় অবস্থিত। ভূতত্ত্ব (Geology) দার্জিলিং হিমালয় পাললিক শিলাস্তর গঠন মধ্যে রয়েছে গ্রানাইট নীসের উদ্বেধ। এই অঞ্চলের ৩টি ভূ-তাত্ত্বিক বিভাগ। ১. শিবালিক অবহিমালয় (The Siwalik Sub-Himalaya) টার্সিয়ার যুগে শিবালিক স্তর গঠিত। এর মধ্যে রয়েছে বেলেপাথর, কাদাপাথর, সিল্টস্টোন প্রভৃতি। শিবালিকের উত্তরে রয়েছে গন্ডোয়ানা কয়লা বাহিস্তর, বেলেপাথর এবং কিছু চুনাপাথর। অবহিমালয় মধ্যে তরাই ও পাদদেশীয় অঞ্চল প্রায় অনুভূমিক অসংগঠিত বালি, পলি, নুড়ি প্রভৃতির স্তর। এটি শিবালিক সঞ্চয়ে গঠিত। শিবালিক শিলাস্তরের নতিকোন ৩০০ থেকে ৬০০-এর মধ্যে। ২. দামুদা সিরিজ (Damuda Series) স্থূল দানা বেলেপাথর, কোয়ার্টজাইট, শেল ও স্লেট শিলাগঠন এই সিরিজের অন্তর্গত। নিম্ন গন্ডোয়ানা কয়লাবাহী স্তর দামুদা সিরিজের অন্তর্গত। চ্যুতি অঞ্চল এখানে প্রায় ৬০০-৭০০ খাড়া কোনে উত্তরদিকে নেমে গেছে। এই চুতিরেখা অনেকটাই হিমালয়ের প্রধান সীমানাচ্যুতির সঙ্গে সংগতিপূর্ণ। স্কুলদানা বেলেপাথর এবং কোয়ার্টজাইট, শেল, স্লেট ও কয়লাস্তর এই স…

একটি মন্তব্য পোস্ট করুন