আদিবাসী জনজাতির সমস্যা (The Problems of Tribal Population)
আদিবাসী জনজাতির সমস্যা (The Problems of Tribal Population) ভারতবর্ষে আদিবাসী জনজাতি এখনও জনজীবনের মূলস্রোত থেকে প্রায়শই বিচ্ছিন্ন। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মধ্যে ভারতীয় উপজাতি সমাজের জীবনচক্র সংঘটিত হয়। ভারতের উপজাতি সমাজের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলি বহুবিধ। নিম্নে এগুলি আলোচনা করা হল। ▶ অর্থনৈতিক সমস্যাদি (Problems related to Economy): • (১) জীবিকার সমস্যা (Problems of means of livelihood): ভারতীয় আদিবাসীরা মূলত অরণ্যের সন্তান। কোন কোন উপজাতি বনের ফলমূল সংগ্রহ করে। কোন কোন উপজাতি বন পরিষ্কার করে অথবা বনের ফাঁকা জমিতে কৃষিকাজ করে খাদ্য উৎপাদন করে। কিন্তু বর্তমানে অরণ্য হ্রাস পাওয়ায় এবং নতুন করে অরণ্য ছেদনে বিধিনিষেধ আরোপিত হওয়ায় অনেক ক্ষেত্রেই উপজাতিদের অরণ্য থেকে জীবিকা সংগ্রহের সুযোগ প্রায় চলে গেছে। কিন্তু অরণ্যের বাইরে কৃষিজমির অভাবে, সাধারণ শিক্ষা ও কারিগরী শিক্ষার অভাবে, ব্যবসা-বাণিজ্যের মূলধন ও নৈপুণ্যের অভাবে উপজাতি সমাজের কাছে জীবিকার সমস্যা প্রবলাকার ধারণ করেছে। • (২) ভূমিহীনতা (Landlessness): ভূমিহীনতা থেকে জীবিকার সমস্যা সৃষ্ট হলেও ভূমিহীনতার অন্যান্য সমস্যা…