পশ্চিমবঙ্গের বন্দর (Ports of West Bengal)

Alborigato
পশ্চিমবঙ্গের বন্দর (Ports of West Bengal)
পশ্চিমবঙ্গের বন্দর (Ports of West Bengal) কলকাতা বন্দর অবস্থান : হুগলি নদীর পূর্বতীরে বঙ্গোপসাগর থেকে প্রায় ১১২ কিলোমিটার অভ্যন্তরে ভারতের অন্যতম শ্রেষ্ঠ এই বন্দরটি অবস্থিত। • বন্দর গড়ে ওঠার কারণসমূহ: (১) ঐতিহাসিক কারণ:  ইংরেজ বণিকেরা ব্যবসা-বাণিজ্যের সুবিধায় এক সময় এই বন্দর গড়ে তুলেছিল। কলকাতা ছিল তখন ব্রিটিশ ভারতের রাজধানী (১৯১১ সাল পর্যন্ত)। এক কথায় কলকাতা জলপথে পূর্ব ভারতের প্রবেশ দ্বার। ব্যবসা-বাণিজ্যের উন্নতি তখন কলকাতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। (২) ভৌগোলিক কারণ: [i] প্রশস্ত নিত্যবহা হুগলি নদী: হুগলি নদীতে একসময় বড়ো বড়ো জাহাজ বিনা বাধায় সমুদ্র থেকে পণ্য নিয়ে ঢুকতে পারত। ড্রেজারের কোনো প্রয়োজন ছিল না। [ii] সমুদ্র নৈকট্য: নদী বন্দর হলেও কলকাতার অর্থনৈতিক প্রাণকেন্দ্র থেকে সমুদ্রের দূরত্ব জলপথে মাত্র ১১২ কিলোমিটার। [iii] পশ্চাদ্‌ভূমি: কলকাতা বন্দরের পশ্চাদ্‌ভূমি কৃষি, খনিজ ও শিল্প-সমৃদ্ধ। পশ্চিমবঙ্গ ও অসমের কৃষিসহ শিল্পাঞ্চল, ছোটোনাগপুরের খনিজ ও শিল্পসমৃদ্ধ এলাকা, উত্তর-পূর্বাঞ্চলের ছোটো ছোটো রাজ্যগুলি ওড়িশা, সিকিম, ভুটান এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের অংশবিশেষ ও নেপাল কলকাতা বন্দর…

একটি মন্তব্য পোস্ট করুন