জনসংখ্যা কাঠামো ও জনসংখ্যা পিরামিড (Population Structure and Pyramid)
Alborigato
জনসংখ্যা কাঠামো ও জনসংখ্যা পিরামিড (Population Structure and Pyramid)
জনসংখ্যা কাঠামো ও জনসংখ্যা পিরামিড (Population Structure and Pyramid) কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার মূল বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করার জন্য যে বিষয়গুলি সম্পর্কে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন, সেগুলি হল- (i) মোট জনসংখ্যা (Total Population), (ii) জনবণ্টন (Population distribution), (iii) জন্মহার (Birth rate) এবং মৃত্যুহার (Death rate), এবং (iv) জনবসতির ঘনত্ব (Population Density)। কিন্তু জনসংখ্যাবিদগণ উপরিউক্ত বিষয়গুলি ছাড়াও যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেন, সেটি হল জনসংখ্য কাঠামো বা জনসংখ্যা পিরামিড (Population Pyramid)। জনসংখ্যা পিরামিডকে এজ-সেক্স পিরামিডও (Age-Sex Pyramid) বলা হয়। কোনো দেশের জনসংখ্যা কাঠামো বা জনসংখ্যা বিশ্লেষণ করলে, সেই দেশের জনসংখ্যা বিষয়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর জানা যায়- (i) মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ শিশু বা অপ্রাপ্তবয়স্ক? (ii) মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ বৃদ্ধ। (iii) মোট জনসংখ্যার কত শতাংশ সম্পদ উৎপাদনে সক্ষম যুবক? (iv) জনসংখ্যা পিরামিড থেকে কেবলমাত্র কত শতাংশ মানুষ বৃদ্ধ, যুবক অথবা শিশু তা নির্ধারণ করা হয় না, কত শতাংশ মহিলা বা পুরুষ এসব বয়ঃগোষ্ঠীর অন্তর্ভুক্ত তা জানা যায়। দে…