জনসংখ্যা সংক্রান্ত তথ্য (Population related information)

Alborigato
জনসংখ্যা সংক্রান্ত তথ্য (Population related information) ভূমিকা (Introduction): কোনো দেশে বসবাসকারী লোকজনকে ওই দেশের জনসংখ্যা (population) বলা হয়। জনসংখ্যা ধারণাটি অত্যন্ত গতিশীল চরিত্রের। কারণ স্থান ও কালভেদে যে-কোনো দেশের জনসংখ্যার পরিবর্তন কিংবা বিবর্তন ঘটে। সুপ্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের জনসংখ্যায় বৈশিষ্ট্যগুলির পরিবর্তন আমাদের দৃষ্টিগোচর হয়। ফলে জনসংখ্যা সম্পর্কে সমাজবিজ্ঞানীদের মধ্যে বিশেষ করে যাঁরা জনসংখ্যা বিষয়ে গবেষণায় নিয়োজিত আছেন তাঁরা জনসংখ্যাকে বিভিন্ন পরিসংখ্যানগত দিক থেকে ও তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করে থাকেন ■ জনসংখ্যাবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মধ্যে জনসংখ্যা বিশ্লেষণের উদ্দেশ্যগুলি হল: (1) জনসংখ্যার গঠনবিন্যাস, স্ত্রী-পুরুষ অনুপাত, বয়স ভিত্তিক লিঙ্গ-অনুপাত প্রভৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা। (ii) জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার, পরিব্রাজন হার, জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা: নির্ভরশীলতার অনুপাত নির্ণয় করা। জনসংখ্যা ও সম্পদের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ ইত্যাদি হল জনসংখ্যা বিশ্লেষণের উদ্দেশ্য। (iii) ভবিষ্যতে দেশের জনসংখ্যা…

একটি মন্তব্য পোস্ট করুন