ব্রিটিশ যুক্তরাজ্যের জনসংখ্যা পিরামিড (Population Pyramid of United Kingdom)
Alborigato
ব্রিটিশ যুক্তরাজ্যের জনসংখ্যা পিরামিড (Population Pyramid of United Kingdom)
ব্রিটিশ যুক্তরাজ্যের জনসংখ্যা পিরামিড (Population Pyramid of United Kingdom) ব্রিটিশ যুক্তরাজ্যের জনসংখ্যা পিরামিড থেকে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায়- (i) জনসংখ্যা পিরামিডের নীচের দিক অনেকটা সরু হয়। জন্মহার কম হয় বলে শিশু এবং স্বল্পবয়স্ক জনসংখ্যার পরিমাণও কম হয়। দেশের মোট জনসংখ্যার মাত্র 25% শিশু ও স্বল্পবয়স্ক জনসংখ্যার অন্তর্গত। (ii) জনসংখ্যার পিরামিডের মধ্যভাগ বেশ চওড়া, সুতরাং বলা যেতে পারে যে, এই দেশে পূর্ণবয়স্ক ব্যক্তির সংখ্যা খুব বেশি। মোট জনসংখ্যার প্রায় 55%। এদের কাজের প্রভাবে দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয়। (iii) পিরামিডের ওপরের অংশ খুব সরু নয়। অর্থাৎ দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা যথেষ্ট। তাই বলা যায় দেশে উন্নততর চিকিৎসা, জনস্বাস্থ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে। (iv) নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ অনেক কম হয়। (v) উন্নত ও সুস্থির অর্থনীতির দিক নির্দেশ করে। জাপান (Japan): পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পোন্নত এবং ধনী দেশ হল জাপান। ব্রিটিশ যুক্তরাজ্যের মতো জাপানের জনসংখ্যা পিরামিডের প্রায় একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়- (i) জনসংখ্যা পিরামিডের নীচের অংশ অনেকটা সরু। অর্থাৎ জন্মহার খুবই কম। শিশু …