জনসংখ্যার গতিশীলতা বৈশিষ্ট্য (Population Dynamics Characteristics)

Alborigato
জনসংখ্যার গতিশীলতা বৈশিষ্ট্য (Population Dynamics Characteristics) (i) মানুষ-জমি অনুপাতের ক্ষেত্রে মানুষ হল সম্পদ উৎপাদনে সক্ষম মানুষ। এই মানুষ সংস্কৃতি সম্পন্ন এবং দক্ষ যারা জমির কার্যকারিতাকে বৃদ্ধি করে। (ii) এক্ষেত্রে জমি বলতে কার্যকর বা সম্পদ উৎপাদনক্ষম জমিকেই বোঝায়। এখানে জমিকে দ্বিমাত্রিক সামগ্রী হিসেবে বিবেচনা না করে ত্রিমাত্রিক এবং বহুমাত্রিক সামগ্রী হিসেবে বিবেচনা করা হয়। জমির অভ্যন্তরে (ভূগর্ভে) মানুষ খনিজ সম্পদ উত্তোলন করছে, আবার জমিতে ব্যাবসা-বাণিজোর কেন্দ্র গড়ে তুলেছে। বর্তমানে জমি বহুবিধ সম্পদ উৎপাদনে সক্ষম। তাই জমি এখন বহুমাত্রিক। (iii) কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে একটা ধারণা মানুষ-জমি অনুপাত থেকে পাওয়া যায়। প্রতি বর্গকিমি জমিতে কী পরিমাণ মানুষ বসবাস করছে তা জানতে পারলে ওই দেশের বা অঞ্চলে জমিতে মানুষের চাপ কম না বেশি তা জানা যাবে। কার্যকরী জমির ওপর মানুষের চাপ অত্যধিক হলে ওই অঞ্চলে জনাধিক্য (overpopulation) ঘটবে। অন্যদিকে কার্যকরী জমির ওপর মানুষের চাপ কম হলে ওই অঞ্চলে স্বরজনাকীর্ণতার (underpopulation) সমস্যা দেখা দেবে। (ক) মানুষ-জমি অনুপাত, মানুষ এবং জমির মধ্যে অবস্থি…

একটি মন্তব্য পোস্ট করুন