জনসংখ্যার গতিশীলে জনঘনত্বের বৈশিষ্ট্য (Population Dynamics Characteristics of Population Density)
জনসংখ্যার গতিশীলে জনঘনত্বের বৈশিষ্ট্য (Population Dynamics Characteristics of Population Density) (i) জনবসতির ঘনত্ব মানুষ এবং দেশের আয়তনের মধ্যে পরিমাণগত সম্পর্ক (Quantitative Relationship) নির্দেশ করে। এর দ্বারা কোনো দেশের বা অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে নিশ্চিত ধারণা লাভ করা যায় না। (ii) জনবসতির ঘনত্ব দ্বারা কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে জানা যায় না। চিনের জনসংখ্যা প্রায় 134 কোটি। কিন্তু সে দেশের জনঘনত্ব মাত্র 141 জন প্রতি বর্গকিমি। ভারতের জনসংখ্যা 121 কোটির বেশি। কিন্তু জনঘনত্ব 382 জন প্রতি বর্গকিমি। সুতরাং, চিনের জনসংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক হলেও ভারতের তুলনায় চিনের জনঘনত্ব কম। (iii) জনবসতির ঘনত্ব দ্বারা কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল বা ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভারত ও বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ হলেও এসব দেশের মানুষের জীবনযাত্রার মান তেমন উন্নত নয়। (iv) জনঘনত্ব দ্বারা কোনো দেশের জনবসতির প্রকৃত বণ্টন…