জনঘনত্ব অনুসারে জনসংখ্যার বণ্টন (Population Distribution Based on Density)
Alborigato
জনঘনত্ব অনুসারে জনসংখ্যার বণ্টন (Population Distribution Based on Density) জনঘনত্ব অনুসারে জনসংখ্যার বণ্টন (Population Distribution Based on Density) জনঘনত্ব অনুসারে পৃথিবীকে চারটি অঞ্চলে ভাগ করা যায়। যথা- (১) অত্যল্প বসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 10 জনের কম লোক বসবাস করে)। (২) বিরল বসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 11-50 জন লোক বসবাস করে)। ঘনবসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 51-150 জন লোক বসবাস করে)। ( (৪) অতান্ত ঘন বসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 151 জনের বেশি লোক বসবাস করে)। ■ (১) অত্যল্প বসতিযুক্ত অন্যল (প্রতি বর্গ কিমিতে 10 জনের কম লোক বসবাস করে।) পৃথিত যেসব অঞ্চলে প্রতি বর্গ কিমিতে 10 জনেরও কম মানুষ বসবাস করে তাদেরকে অত্যল্প বসতিযুক্ত অঞ্চ বলা হয়। পৃথিবীর অত্যল্প বসতিযুক্ত এলাকাগুলি হল- (i) মরু এবং মন্ত্রপ্রায় অঞ্চল: উত্তর আফ্রিকার সাহারা, দক্ষিণ আফ্রিকার কালাহারি, পশ্চিম এশিয় সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, দক্ষিণ আমেরিকার আটাকাম এবং প্যাটাগোনিয়া মরুভূমি অঞ্চ প্রতি বর্গ কিমিতে ১০ জনেরও কম লোক বসবাস করে। (ii) শীতল মেরু অঞ্চল: গ্রিনল্যান্ড, কানাডার উত্তরাংশ, যুক্তরাষ্ট্রের আলাস্কা, ইউরোপ এবং এশিয় সুমেরু বৃত্ত সংলগ্ন এলাকায় লোকবসতি খুব কম। প্রবল তুষ…