বিশ্বের ধর্ম অনুযায়ী জনসংখ্যা বৌদ্ধ ধর্ম (Population as per Religions of the World tha buddhism)
Alborigato
বিশ্বের ধর্ম অনুযায়ী জনসংখ্যা বৌদ্ধ ধর্ম (Population as per Religions of the World tha buddhism)
বিশ্বের ধর্ম অনুযায়ী জনসংখ্যা বৌদ্ধ ধর্ম (Population as per Religions of the World the buddhism) বৌদ্ধধর্ম (The Buddhism): বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ। তিনি নেপালের লুম্বিনী উদ্যানে 563 খ্রি. পূর্বাব্দে জন্মগ্রং করেন। পিতার নাম শূদ্ধোধন, তিনি শাক্য বংশের রাজা ছিলেন। তাঁর প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। তিনি জীবনের মুক্তির পথ হিসেবে চারটি প্রধান সত্যের সন্ধান পান এগুলি হল- (i) জীবনে দুঃখ আছে। (ii) দুঃখের অনেক কারণ আছে। (iii) দুঃখ-কষ্ট নিবারণের উপায় আছে। (iv) সৎপথে বেঁচে থাকতে হবে। লক্ষ লক্ষ বুদ্ধ অনুগামীগণ কপিলাবস্তু শহরে তীর্থ করতে আসেন। গৌতম বুদ্ধ সংসারের সমস্ত মায় পরিত্যাগ করে ভারতের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মের প্রচার করেন। ভারতের উত্তর-পূর্ব অংশ থেকে এই ধর্ম এশিয়া এমনকি ইউরোপ মহাদেশেও বিস্তার লাভ করেছিল। সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মের প্রচারে বিশেষ উদ্যোগী হন। এমনকি তাঁর পুত্র মহেন্দ্রকে তিনি সিংহলে বৌদ্ধধর্ম প্রচারে পাঠিয়েছিলেন। সিংহলের রাজা এবং তাঁর প্রজারা বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কাশ্মীর এবং ব্রহ্মদেশে (বর্তমান নাম মায়ানমার) এবং ভারতের বিভিন…