জনসংখ্যার গতিশীলতা প্রাকৃতিক কারণসমূহ (Physical Factors)
জনসংখ্যার গতিশীলতা প্রাকৃতিক কারণসমূহ (Physical Factors) জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি হল- (i) জলবায়ু (Climate): জলবায়ু জনবসতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। মনোরম এবং স্বাস্থ্যকর জলবায়ুযুক্ত এলাকায় স্বাভাবিকভাবে বেশি ঘনবসতি লক্ষ করা যায়। চরমভাবাপন্ন মরু জলবায়ু অঞ্চলে অথবা শীতল মেরু অঞ্চলে বিরল বসতি লক্ষ করা যায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিক উয়তা ও বৃষ্টিপাত কৃষিকাজের বিশেষ উপযোগী। ফলে এসব অঞ্চলে অত্যন্ত ঘনবসতি গড়ে উঠেছে। উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির অধিক উন্নতা এবং অত্যল্প বৃষ্টিপাত কৃষিকাজে প্রতিকুলতা সৃষ্টি করেছে। ফলে ওইসব অঞ্চল অত্যন্ত বিরল বসতিপূর্ণ। অবশ্য মিশরের নীলনদ অববাহিকায় জলবায়ু বুক্ষ প্রকৃতির হলেও কৃষিকাজে উন্নতির জন্য এখানে ঘনবসতি লক্ষ করা যায়। ভারতের হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চলে অত্যধিক শীতলতার জন্য বিরল বসতি গড়ে উঠেছে। আবার সমুদ্রের উপকূলবর্তী কিংবা সমভূমি এলাকায় সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে বলে খুব ঘনবসতি গড়ে ওঠেছে। (ii) মৃত্তিকা (Soil): মৃত্তিকার উর্বরতার ওপর কোনো অঞ্চলের কৃষির উন্নতি নির্ভর করে। আবার কৃষি জনবসতির ঘনত্বকে প্রভা…