ভারতের কাগজ শিল্প(Paper Industry of India)
ভারতের কাগজ শিল্প(Paper Industry of India) উৎপাদনের ইতিহাস: কাগজের ব্যবহার ভারতে প্রাচীনকাল থেকে ছিল। তবে তা ছিল হাতে তৈরি (hand-made) কাগজ। দেশের প্রথম কাগজকলটি দেড়শ বছরেরও বেশি আগে ১৮৪০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে স্থাপিত হয়। এরপর একাদিক্রমে ১৮৭০-এ বালিতে, ১৮৮২-তে টিটাগড়ে, ১৮৮৭-তে পুনেতে এবং ১৮৮৯-এ রানিগঞ্জে কাগজের কল স্থাপিত হয়। অর্থাৎ সেই উনবিংশ শতাব্দীতেই কাগজ শিল্পে দেশ যথেষ্ট উন্নতি করে। ১৯১৮-তে নৈহাটিতে আরো একটি কাগজ কল স্থাপিত হয় এবং এভাবে ১৯৩৭ খ্রিস্টাব্দে ভারতে কাগজ কলের মোট সংখ্যা হয় ১টি। স্বাধীনতা লাভের পর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কাগজ শিল্পের আরো উন্নতির জন্য চেষ্টা করা হয়। ১৯৫৫ খ্রিস্টাব্দে নেপানগরে ভারতের প্রথম নিউজপ্রিন্ট বা খবরের কাগজ ছাপার কাগজকল স্থাপিত হয়। বর্তমানে ভারতে ছোটো বড়ো মিলিয়ে কাগজকলের সংখ্যা ৫ শত প্রায়। তবে এর মধ্যে ২০১টি কল নানা কারণে বন্ধ রয়েছে। অবস্থান ও অবস্থানের কারণ: ভারতে কাগজ শিল্পে অগ্রণী রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অস্ত্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি। কেরালা, কর্ণাটক, তামিলনাডু, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, …