জনসংখ্যার গতিশীলতা অপ্রাকৃতিক কারণসমূহ (Non-Physical Factor)
জনসংখ্যার গতিশীলতা অপ্রাকৃতিক কারণসমূহ (Non-Physical Factor) বিশ্বব্যাপী জনঘনত্বের তারতম্যের অপ্রাকৃতিক কারণগুলি হল- (1) অর্থনৈতিক অবস্থা (Economic Condition): অর্থনৈতিক অবস্থা কোনো দেশের বা অঞ্চলের জনঘনত্বকে নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক অবস্থা নিয় করে কৃষি, শিল্প, ব্যাবসাবাণিজ্য প্রভৃতির ওপর। এজন্য যেসব অঞ্চল অর্থনৈতিক দিক দিয়ে খুব সমৃশশার সেখানে জনঘনত্ব খুব বেশি হয়। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া অঞ্চলে জনঘনত্ব কম হয়। উদাহরণস্বরূপ উত্তর-পশ্চিম ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কথা বলা যায় এসব অঞ্চল কৃষি, শিল্প, ব্যবসাবাণিজ্যে উন্নত, বন্দর ও যোগাযোগ ব্যবস্থা ভালো বলে ঘনবসতি গায় উঠেছে। কলকাতা, মুম্বাই, সিঙ্গাপুর, নিউইয়র্ক প্রভৃতি শহর অর্থনৈতিক দিক দিয়ে উন্নত বলে ঘন জনবসতি গড়ে উঠেছে। (ii) সামাজিক অবস্থা (Social Status): কোনো দেশের বা অঞ্চলের সামাজিক পরিকাঠামো দ্বারাও জনঘনত্ব নিয়ন্ত্রিত হয়। ধর্মীয় এবং সাংস্কৃতির বৈশিষ্ট্যও এর জন্য দায়ী (iii) ধর্মীয় কারণ (Religious Factor): পৃথিবীর বিভিন্ন তীর্থক্ষেত্রগুলিতে ধর্মীয় কারণে বিপুল জনসমাবেশ ঘটে। যেমন- ভারতের হরিয়ার কাশী, ইউরোপের বেথলেহে…