আধুনিক নগর পরিকল্পনা (Modern city planning)

Alborigato
আধুনিক নগর পরিকল্পনা (Modern city planning)
আধুনিক নগর পরিকল্পনা (Modern city planning) কোনও একটি শহর বা নগরাঞ্চলের যাবতীয় পরিসেবা তথা পরিকাঠামোগুলিকে দীর্ঘকাল যাবৎ ব্যবহার কিংবা অপব্যাবহারের ফলে ধীরে ধীরে সেখানকার অবকাঠামো, স্থাপত্য, সৌন্দর্য, বিভিন্ন পরিসেবা এমনকি সংলগ্ন ভূমিভাগ বা স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। কোনো পৌরক্ষেত্রে এই অব্যবস্থা যদি দীর্ঘকাল বজায় থাকে, তাহলে অচিরেই সেটি একটি পৌর সমাধিস্থল বা মৃত শহরে (Necropolis)-এ পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিকে সামলে উঠতে পৃথিবীর অধিকাংশ দেশ উন্নয়নমূলক পরিকল্পনার আওতায় শহর বা নগরগুলিকে রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং পুনর্নির্মাণের ব্যবস্থা করে থাকে। এই ধরনের সংস্কারমূলক প্রচেষ্টাকেই নগর পুনন্দবিীকরণ বা নগর পুনঃউন্নয়ন (Urban renewal) বলা হয়, যা আধুনিক নগর প্রতিস্থাপনের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সাধারণত প্রতিটি দেশ তার রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী শহর বা নগর পুনর্নবীকরণ সংক্রান্ত বহুল প্রচেষ্টার মধ্যে দিয়ে উন্নততর নগরায়িত সমাজ গঠনের দৃষ্টিভঙ্গি বজায় রাখে। মূল নীতি (Basic Principles) 1958 খ্রিস্টাব্দের আগস্ট মাসে নেদারল্যান্ডের দ্যা হাগ-এ …

একটি মন্তব্য পোস্ট করুন