ধান চাষ পদ্ধতি (Method of Rice Cultivation)

Alborigato
ধান চাষ পদ্ধতি (Method of Rice Cultivation)
ধান চাষ পদ্ধতি (Method of Rice Cultivation) [ক] বপন-প্রথা (Broadcast method): এই পদ্ধতিতে জমি তৈরি করে হাতে করে বীজ ছড়িয়ে দেওয়া হয়। বীজ থেকে চারা হয়ে একই স্থানে বড়ো হয়ে ফসল জন্মায়। [খ] রোপণ প্রথা (Plantation Method): এই পদ্ধতিতে প্রথমে একটি ছোটো জমি যথেষ্ট কর্ষণ করে তাতে ধান বীজ ছড়ানো হয়। এতে ঘন হয়ে চারা গাছ জন্মায়। প্রধান জমিটি লাগাল দিয়ে বা ট্রাক্টরের সাহায্যে কর্ষণ করে চারা বপনের উপযুক্ত করা হয়। এরপর চারাক্ষেত্র (Nursery bed) থেকে করা হয়। এই পদ্ধতি শ্রমসাপেক্ষ হলেও এতে উৎপাদন অনেক বেশি হয় এবং ফসলও উৎকৃষ্ট হয়। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল বরাবর বিস্তীর্ণ উপকূলীয় সমভূমি, দেশের মুখ্য ব-দ্বীপ সমূহ, হিমালয়ের পাদদেশে বিস্তৃত তরাই সমভূমি, আসাম ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সমভূমি, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, অঞ্চপ্রদেশের উত্তরভাগ এবং ওড়িশা বিশেষ উল্লেখযোগ্য দান উৎপাদক অঞ্চল। কাবেরি ও কুয়া নদীর ব-দ্বীপ, গাঙ্গেয় ব-দ্বীপ, গোদাবরী ও ইছামতী নদীর ব-দ্বীপ সমূহ ধান উৎপাদনে বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া পাঞ্জাব ও হরিয়ানা সমভূমি, কাশ্মীর এর পার্বত্য ঢালে ধান উৎপাদন বিশেষ স্থান করে নিয়েছে। খারিফ শস্য…

একটি মন্তব্য পোস্ট করুন