মনুষ্যসৃষ্ট কারণ (Man-made Causes)
মনুষ্যসৃষ্ট কারণ (Man-made Causes) (১) বন ধ্বংসকরণ: কাঠের প্রয়োজনে, কৃষিকার্যের বিস্তারে বর্ধিত জনসংখ্যার বাসস্থান সংকুলানের জন্য অনিয়ন্ত্রিত পশুচারণে, দাবানল সহ বনে অগ্নিসংযাগে ঘটনায়, স্থানান্তর কৃষি ইত্যাদি কারণে বনভূমি সঙ্কুচিত হচ্ছে। বৃক্ষহীন বা বিরলবৃক্ষ পর্বতগাত্র ভূমিক্ষয়ের অন্তর্গত হচ্ছে। ভূমিক্ষয় যত বাড়বে পর্বত গাত্রে ধসের সম্ভাবনাও তত বেড়ে যায়। বিভিন্ন পার্বত্য নদী উপত্যকায় এরূপ কারণে ভূমিধস ঘটতে দেখা গেছে। (২) ভূমিঢালে কর্ষণ: পাহাড়ের গায়ে ঢালবিশিষ্ট অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়। এই ধাপগুলিতে সেচের বা বৃষ্টির জল জমে ধীরে শিলামধ্যে প্রবেশ করে এবং নিম্ন শিলাকে ক্রমশঃ অস্থিতিশীল করে তােেল। এ ছাড়া খাড়া ঢালের নীচে রিলক্ষয় বৃদ্ধি পেয়ে উপরের ঢালটিকে অস্থিতিশীল করে। এর প্রভাবে উক্ত ঢালে ভু মিধসের সম্ভাবনা তৈরি হয়। কালিম্পং-এ এই জাতীয় ধসের প্রবণতা রয়েছে। কয়েকটি অঞ্চলে জনবসতিকে এই কারণে স্থানান্তরিত করতে হয়েছে। (৩) অপরিকল্পিতভাবে বাসগৃহ ও রাস্তাঘাট নির্মাণ: এটিও ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়। নিম্নস্থ শিলাস্তরের ভঙ্গুরতা পরীক্ষা না করেই বহুতল অট্টালিকা নির্মাণের ফলে দার্জিলিং-এ ধসের সমস্যা বৃদ্…