ভারতে নারী-পুরুষ অনুপাত/লিঙ্গ অথবা অনুপাত (Male Female ratio in India)

Alborigato
ভারতে নারী-পুরুষ অনুপাত/লিঙ্গ অথবা অনুপাত (Male Female ratio in India) কোনো দেশের জনসংখ্যায় নারী ও পুরুষদের বণ্টনকে সাধারণভাবে লিঙ্গ অনুপাত বলা হয়। লিঙ্গ অনুপাত প্রকৃতপক্ষে কোনো দেশের আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বাহকের মতো কাজ করে। মাজে নারী ও পুরুষের সাম্যতা কতটা আছে তা নারী-পুরুষ অনুপাত থেকে বোঝা যায়। R. C. Chandra-এর মতে, "The seperate data for males and females are important or various types of planning and for the analysis of other demographic characteristics uch as natality, mortality, migration, marital status, economic characteristics etc. The alance of senes affects the social and economic relationship within a community ." ভারতীয় আদমশুমারিতে প্রতি হাজার পুরুষ জনসংখ্যায় স্ত্রী লোকের সংখ্যার অনুপাতকে লিঙ্গ অনুপাত বা নারী-পুরুষ অনুপাত ধরা হয়। লিঙ্গ অনুপাত = মোট স্ত্রীলোকের সংখ্যা মোট পুরুষ জনসংখ্যা ×100 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা 121.01 কোটি, তার মধ্যে 62.37 কোটি পুরুষ জনসংখ্যা এবং 58.64 কোটি স্ত্রী জনসংখ্যা। সুতরাং 2011 খ্রিস্টাব্দ…

একটি মন্তব্য পোস্ট করুন