লরেঞ্জ রেখা এবং গিনি সহগ (Lorenz Curve & Gini Co-efficient)

Alborigato
লরেঞ্জ রেখা এবং গিনি সহগ (Lorenz Curve & Gini Co-efficient)
লরেঞ্জ রেখা এবং গিনি সহগ (Lorenz Curve & Gini Co-efficient) ■ লরেঞ্জ রেখা (Lorenz Curve): ভূগোলে আঞ্চলিকতার দৃষ্টিভঙ্গিতে লরেঞ্জ রেখার গুরুত্ব অপরিসীম। কারণ, এই রেখার মাধ্যমে কোনো ভৌগোলিক ক্ষেত্রের নির্ধারিত চলকের বণ্টনগত অসমতার বিষয়টিকে সহজেই ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ, বিভিন্ন ধরনের ভৌগোলিক তথ্যের (সম্পদের বণ্টন, মানুষের আয়, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বণ্টন সমগ্র জনসংখ্যার পরিপ্রেক্ষিতে। বণ্টনগত চরিত্রকে সঠিকভাবে ব্যাখ্যা করার সরলতম মাধ্যম হল লরেঞ্জ রেখা। -অর্থাৎ, ভৌগোলিক তথ্যের বণ্টন সাধারণত দুই প্রকার- সুষম এবং অসম। একটি নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে কোনো একটি স্বতন্ত্র উপাদানের বণ্টন সমগ্র উপাদানের পরিপ্রেক্ষিতে যদি সমানুপাতিক হারে হয় (proportional distribution of individual element in terms of total). তাহলে বলা যাবে, উক্ত স্বতন্ত্র উপাদানের বণ্টন সুষম। আর যদি তার বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় তাহলে বলা যায়, উক্ত স্বতন্ত্র উপাদানের বণ্টন অসম প্রকৃতি। প্রকাশ ঘটান, যেখানে তিনি অসমতা (Inequality) পরিমাপের জন্য সম্পদের বণ্টনকে গুরুত্ব প্রদান করেন। এই অসমতা পর…

একটি মন্তব্য পোস্ট করুন