দার্জিলিং-এ ভূমিধস (Landslide in Darjeeling)
দার্জিলিং-এ ভূমিধস (Landslide in Darjeeling) দার্জিলিং পার্বত্য অঞ্চল ধসপ্রবণ। এই ধসপ্রবণতা বিশেষভাবে লক্ষ করা গেছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ছাড়াও বিজনবাড়ি, গরু বাথান, তিনধরিয়া, গিদ্দাপাহাড়, লিম্বুধরিয়া (Limbudhariya), পাগলাঝোড়া, 14 মাইল্স প্রভৃতি এলাকাসমূহে। জাতীয় রাজপথ বরাবর বিভিন্ন অঞ্চলে ধস নামার প্রবণতা বৃদ্ধি পেয়েছে লক্ষ করা যায়। বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়নমূলক প্রকল্পে পর্বতের বাস্তুসংস্থান উপেক্ষিত থেকেছে। উপযুক্ত ভূ-তাত্ত্বিক সমীক্ষার অভাব রয়েছে। পর্বতের বন্ধুরতা হ্রাসে মনুষ্য হস্তক্ষেপ শিলাস্তরের ভারসাম্য হ্রাস করছে। বসতি বিস্তারে ও কৃষিকাজের প্রসারে বনভূমির সংকোচন পার্বত্যঢালে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি করছে। ভূমিধসের প্রাধান্য লক্ষ করা গেছে ৪৫° পর্বতঢালে, ব্যবচ্ছিন্ন পর্বতগাত্রে, বনশূন্য পাহাড়ী ঢালে, উচ্চতর স্থানে (>২০০০ মি.) এবং বর্ষাকালের শেষদিকে ও কখনো কখনো পাহাড়ে ভূ-কম্পনের সাথে। প্রাকৃতিক কারণ: (১) ভূমিঢাল: পার্বত্য অঞ্চলে শিলাস্তরের ঢাল খুব বেশি হয়। খাড়া ঢালে শিলাস্তূপের পতন ঘটলে তা প্রসরুপে নিম্নে পতিত হয়। এর গতিপথে যা কিছু থাকে তা শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়…