পাট শিল্প(Jute Industry)

Alborigato
পাট শিল্প(Jute Industry)
পাট শিল্প(Jute Industry) ভূমিকা: পাটকে বলা হয় 'সোনালী তত্ত্ব' (Golden Fibre)। এটি অত্যন্ত সুলভ ও টেকসই। বিভিন্ন কাজে এর ব্যবহার হয়। কাঁচামাল: কাঁচা পাট হল পাটশিল্পের কাঁচামাল। পাট জলে পচিয়ে এর থেকে আঁশ বার করা হয় যা পরে পাক দিয়ে বয়নোপযোগী সুতো প্রস্তুত হয়। পাটশিল্পের অবস্থানের কারণ: কাঁচাপাটের প্রাচুর্য আছে এরূপ অঞ্চলগুলিতে পাটশিল্প গড়ে উঠেছে। পাট পচাবার জন্য স্থানে স্থানে জলাশয় থাকা দরকার। শিল্পে প্রচুর সুলভ শ্রমিক প্রয়োজন হয়। এই বন্দরের নৈকট্য পাটের বহির্বাণিজ্যে সুবিধা দান করে। উন্নত যন্ত্রপাতি এবং প্রয়োজনে কাঁচাপাট আমদানির সুবিধা করে। উন্নত পরিবহন ব্যবস্থা। বিদ্যুতের উপযুক্ত সরবরাহ পাটশিল্পের উপযোগী কারণ বলে বিবেচিত হয়। পৃথিবীর পাট শিল্পাঞ্চলসমূহ: পৃথিবীতে পাটশিল্প অল্প কয়েকটি দেশে উন্নতি করেছে। এর কারণ কাঁচাপাট বাণিজ্যিকভাবে অল্প কয়েকটি দেশেই উৎপন্ন হয় এবং প্রধানতঃ এই দেশগুলিই পাটশিল্পে উন্নতি করেছে। ভারত: ভারতে অধিকাংশ পাটকল (শতকরা ৮০ ভাগ) পশ্চিমবঙ্গে হুগলি নদীর দুই তীরে গড়ে উঠেছে। হুগলি নদীতীরে টিটাগড়, জগদ্দল, হাওড়া, ভদ্রেশ্বর, বজবজ, বিড়লাপুর, উলুবেড়িয়া, কামারহাটি, বালি, রিষড়…

একটি মন্তব্য পোস্ট করুন