জঙ্গল মহল(Jungle Mahal)
জঙ্গল মহল(Jungle Mahal) ভূমিকাঃ পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের ৪টি জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া এবং পশ্চিম মেদিনিপুরের অংশ বিশেষ নিয়ে জঙ্গল মহল গঠিত। সমগ্র ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া জেলা ও বাকুড়ার পশ্চিমভাগ এবং পশ্চিম মেদিনিপুরের উত্তর-পশ্চিমাংশের অনেকখানি জঙ্গল মহলের অন্তর্গত। এই অঞ্চলের অধিকাংশই কমবেশি অরণ্য অধিকার করে আছে। জঙ্গল মহলকে ৪টি ক্ষুদ্রতর অঞ্চলে (meso re-gion)- এ ভাগ করা যায়। (১) উত্তরে পুরুলিয়া জেলার অনেকাংশ, (২) পূর্বদিকে বাকুড়া জেলার পশ্চিমাংশ এবং (৩) দক্ষিণদিকে পশ্চিম মেদিনিপুর জেলার উত্তর-পশ্চিমাংশ এবং (৪) সমগ্র ঝাড়গ্রাম জেলা। ভূ-প্রকৃতি: ছোটোনাগপুর মালভূমির পূর্ব প্রান্তের কিয়দংশ জঙ্গল মহলের অন্তর্গত। ক্ষয়প্রাপ্ত মালভূমি ইতঃস্তত বিচ্ছিন্ন পাহাড় ও ক্ষয়জাত সমভূমি নিয়ে গঠিত। পূর্ব-দক্ষিণে গাঙ্গোয় সমভূমি এই ক্ষয়জাত সমভূমির সীমানা। জঙ্গল মহল ভূ-প্রকৃতি ও গঠনের দিক থেকে রাঁচীর সমপ্রায় ভূমির অন্তর্গত। এটি একটি প্রাচীন মালভূমির বর্তমান ক্ষয়প্রাপ্ত ভূমিরূপ। এর চরম উচ্চতা ও স্থানীয় উচ্চতা দুই-ই মধ্যম প্রকৃতির। চরম উচ্চতা বৃদ্ধি পায় জেলার পশ্চিম ও দক্ষিণদিকে, যেখানে উচ্চ ভূমিভাগ …