ভারতের লৌহ ও ইস্পাত শিল্প(Iron and Steel Industry of India)
Alborigato
ভারতের লৌহ ও ইস্পাত শিল্প(Iron and Steel Industry of India)
ভারতের লৌহ ও ইস্পাত শিল্প(Iron and Steel Industry of India) ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে লৌহ ও ইস্পাত শিল্পের বিকাশঃ স্বাধীনোত্তর যুগে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ওড়িশার রাউরকেল্লা, মধ্যপ্রদেশের ভিলাই এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরে তিনটি নতুন ইস্পাত কারখানা স্থাপিত হয়। তৃতীয় পরিকল্পনাকালে স্থাপিত বিহারের বোকারো কারখানাটি ১৯৭২ খ্রিস্টাব্দে উৎপাদন শুরু করে। অস্ত্রপ্রদেশের বিশাখাপত্তনমের কারখানায় ১৯৯২ খ্রিস্টাব্দে উৎপাদন শুরু হয়েছে। এছাড়া সংকর ইস্পাত (Alloy Steel) উৎপাদনের জন্য দুর্গাপুরে একটি এবং তামিলনাডুর সালেমে একটি কারখানায় ইস্পাত উৎপাদিত হচ্ছে। বর্তমানে জামসেদপুরের কারখানাটি (১৯০৭ খ্রিস্টাব্দে স্থাপিত) TISCO পরিচালনাধীন ও ভদ্রাবতী কারখানাটি ব্যতীত অন্য সবকটি ইস্পাত উৎপাদনকেন্দ্রই রাষ্ট্রায়ত্ত স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এর পরিচালনাধীনে এসেছে। এছাড়া বেসরকারী উদ্যোগে সারা দেশে শতাধিক ক্ষুদ্র ইস্পাত কারখানা বা মিনি স্টীল প্ল্যান্ট (Mini Steel Plant) গড়ে উঠেছে এবং আরও কতকগুলি গড়ে উঠেছে। এক একটির বার্ষিক ইস্পাত উৎপাদন ক্ষমতা সাধারণত ১০ থেকে ৫০ হাজার টন। পূর্ব ভারতে লৌহ ও ইস্…