জনসংখ্যা ভূগোলের ভূমিকা [Introduction to Population Geography]

Alborigato
জনসংখ্যা ভূগোলের ভূমিকা  [Introduction to Population Geography ] ভূমিকা (Introduction): পৃথিবীতে সমগ্র প্রাণীগোষ্ঠীর মধ্যে সবচেয়ে উন্নত হল মানবগোষ্ঠী। মানবসভ্যতার উষালগ্ন থেকে মানুষ ক্রমশ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সভ্যতার অগ্রগতি ঘটাতে সক্ষম হয়েছে। ভূগোলের আলোচনার অন্যতম বিষয় হল মানুষ ও তার পরিবেশে। এজন্য বর্তমানে জনসংখ্যা ভূগোল ভূগোলের পৃথক শাখা ও গবেষণার বিষয়ে রূপান্তরিত হয়েছে। Population Geography is concerned with the spatio- temporal analysis of the population অর্থাৎ জনসংখ্যা ভূগোলে জনসংখ্যার স্থানগত এবং সময়গত বণ্টনের বিশ্লেষণ করা হয়। জনসংখ্যার বৃদ্ধি, বৈশিষ্ট্য, গতিশীলতা, প্রভৃতি কোনো অঞ্চলের উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত, তা ছাড়া জনসংখ্যা নিজেই হল যে কোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাই বর্তমান মানবসভ্যতার সঙ্কট মোচন ও অগ্রগতির ধারা বজায় রাখার জন্য প্রতিটি দেশের মানব উন্নয়ন সূচকের মাত্রা বৃদ্ধির প্রয়োজন আছে। এজন্য জনসংখ্যা ভূগোল একটি গুরুত্বপূর্ণ শাখায় হিসেবে পরিগণিত হয়েছে। জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা (Definition of Population Geography): 1. " Population Geography is the s…

একটি মন্তব্য পোস্ট করুন