তথ্য প্রযুক্তি শিল্প (Information Technology)

Alborigato
তথ্য প্রযুক্তি শিল্প (Information Technology)
তথ্য প্রযুক্তি শিল্প (Information Technology) ভূমিকাও তথ্য প্রযুক্তি হল কম্পিউটার ও দূর সঞ্চার সংক্রান্ত যন্ত্রপাতির সাহায্যে তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, প্রেরণ ও প্রয়োজনানুগ তথ্যের ব্যবহার। তথ্য প্রযুক্তির সাহায্যে চলে এমন সেবামূলক কার্যাও যেমন আউট সোর্সিং, কল সেন্টার প্রভৃতিও তথ্যপ্রযুক্তি শিল্পের অন্তর্ভুক্ত। তিনটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি নিবিড়ভাবে ব্যবহৃত হয়। এগুলি হল- কম্পিউটার প্রযুক্তি, বৈদ্যুতিন শিল্প এবং দূরসঞ্চার ব্যবস্থা। ভারতের তথ্য প্রযুক্তি শিল্প ১৯৯৮ সালে মোট জাতীয় উৎপাদনের ১.২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১৭ সালে ৭.৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। ভারতবর্ষে তথ্য প্রযুক্তিশিল্প (Computer Technology) একটি দ্রুতবিকাশীন শিল্প। কম্পিউটার প্রযুক্তির দুটি ভাগ আছে- একটি হল হার্ডওয়ার যা কম্পিউটার তৈরী ও মেরামত এবং সংরক্ষণে ব্যবহৃত হয়। অপরটি সফট্ওয়ার যা প্রোগ্রামিং (Programing) করে অর্থাৎ যার সাহায্যে প্রকল্প তৈরি ও ব্যবহার হয়। ভারতের ইলেকট্রনিক শিল্পও একটি দ্রুত বিকাশশীল শিল্প। ইলেকট্রনিক পণ্যগুলির মধ্যে শিল্পের প্রয়োজনীয় বৈদ্যুতিন যন্ত্রপাতি, কম্পিউটার ও দুর সঞ্চারের যন্ত্রপাতি। অর্থাৎ কম্পিউটার…

একটি মন্তব্য পোস্ট করুন