ভারতে গ্রামীণ বসতির বিচ্ছিন্নকরণে শ্রেণি এবং জাতিভেদ প্রথার প্রভাব:(Influence of Clans and Caste for the Segregation of Rural Settlement in Indul:
Alborigato
ভারতে গ্রামীণ বসতির বিচ্ছিন্নকরণে শ্রেণি এবং জাতিভেদ প্রথার প্রভাব:(Influence of Clans and Caste for the Segregation of Rural Settlement in Indul:
ভারতে গ্রামীণ বসতির বিচ্ছিন্নকরণে শ্রেণি এবং জাতিভেদ প্রথার প্রভাব:(Influence of Clans and Caste for the Segregation of Rural Settlement in Indul: ভারতীয় সমাজব্যবস্থা গঠনে বিশেষ করে গ্রামীণ সমাজব্যবস্থা সংগঠনে শ্রেণি (Class) এবং জাতিয়েন (Caste System) গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। গ্রামীণ বসতির আকার ও আয়তন দুটোই শ্রেণি ও জাতিভেদ প্রথার দ্বারা প্রভাবিত হয়। • শ্রেণিব্যবস্থার ভূমিকা: সামাজিক স্তরবিন্যাসের একটি বিশেষ দিক হল শ্রেণি প্রথা। ম্যাকআইভার ও পেজ-এর মতে, শ্রেণি হল সমাজের এমন একটি অংশ বিশেষ যা সমাজের অন্যান্য অংশ থেকে স্বতন্ত্র। অর্থনৈতিক প্রেক্ষাপট সামাজিক শ্রেণির অন্যতম ভিত্তি। সমাজের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত প্রভৃতি শ্রেণির দ্বারা সমাজ ও জনবসতি গঠিত হয়। এই শ্রেণিব্যবস্থা অত্যন্ত গতিশীল প্রকৃতির হয়। ফলে এদের গতিশীল প্রকৃতির ওপর নির্ভর করে গ্রামীণ বসতির স্বরূপ নির্ধারণ করা হয়। শ্রমিক ও কৃষক শ্রেণিও সমাজে দেখা যায়। ভারতীয় গ্রামীণ সমাজব্যবস্থায় উচ্চবিত্ত সম্প্রদায় গ্রামের মধ্যে বসবাস করে। কিন্তু তাদের বাসগৃহ অন্যান্যদের থেকে আলাদা ধরনের হয়। তাদের ঘরবাড়ি যেমন অন্যান্য স…