ভারতে গ্রামীণ বসতির বিচ্ছিন্নকরণে শ্রেণি এবং জাতিভেদ প্রথার প্রভাব:(Influence of Clans and Caste for the Segregation of Rural Settlement in Indul:

Alborigato
ভারতে গ্রামীণ বসতির বিচ্ছিন্নকরণে শ্রেণি এবং জাতিভেদ প্রথার প্রভাব:(Influence of Clans and Caste for the Segregation of Rural Settlement in Indul:
ভারতে গ্রামীণ বসতির বিচ্ছিন্নকরণে শ্রেণি এবং জাতিভেদ প্রথার প্রভাব:(Influence of Clans and Caste for the Segregation of Rural Settlement in Indul: ভারতীয় সমাজব্যবস্থা গঠনে বিশেষ করে গ্রামীণ সমাজব্যবস্থা সংগঠনে শ্রেণি (Class) এবং জাতিয়েন (Caste System) গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। গ্রামীণ বসতির আকার ও আয়তন দুটোই শ্রেণি ও জাতিভেদ প্রথার দ্বারা প্রভাবিত হয়। • শ্রেণিব্যবস্থার ভূমিকা: সামাজিক স্তরবিন্যাসের একটি বিশেষ দিক হল শ্রেণি প্রথা। ম্যাকআইভার ও পেজ-এর মতে, শ্রেণি হল সমাজের এমন একটি অংশ বিশেষ যা সমাজের অন্যান্য অংশ থেকে স্বতন্ত্র। অর্থনৈতিক প্রেক্ষাপট সামাজিক শ্রেণির অন্যতম ভিত্তি। সমাজের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত প্রভৃতি শ্রেণির দ্বারা সমাজ ও জনবসতি গঠিত হয়। এই শ্রেণিব্যবস্থা অত্যন্ত গতিশীল প্রকৃতির হয়। ফলে এদের গতিশীল প্রকৃতির ওপর নির্ভর করে গ্রামীণ বসতির স্বরূপ নির্ধারণ করা হয়। শ্রমিক ও কৃষক শ্রেণিও সমাজে দেখা যায়। ভারতীয় গ্রামীণ সমাজব্যবস্থায় উচ্চবিত্ত সম্প্রদায় গ্রামের মধ্যে বসবাস করে। কিন্তু তাদের বাসগৃহ অন্যান্যদের থেকে আলাদা ধরনের হয়। তাদের ঘরবাড়ি যেমন অন্যান্য স…

একটি মন্তব্য পোস্ট করুন